chairman-botany

The department of Botany is located on the North wing of the first and second floors of the Science building. Ornamental plants alongside the corridor welcome all Sunday to Thursday every week. The department offers four years undergraduate and one year graduate programm leading to B.Sc. honours and M.Sc. degree respectively. Every year eighty students get opportunity to enroll in 1st semester after facing a competitive admission test arranged centrally by University authority.

The undergraduate program divided into eight semesters. A total of sixty nine courses, guided by six post graduates and eight graduates learned faculty members, have to be completed within this period. Among the faculty members there are two professors, five associate professors, five assistant professors and two lecturers. More faculty members are going to be appointed very soon. The syllabus contents of the semesters are revised mostly by renowned professors of Dhaka and Jahangirnagor University. The syllabus is most advanced & up-to-date one containing the current issues related to biological science such as environmental science, biotechnology, genetics, plant pathology, biochemistry etc.

ক্ষুদ্রতম ব্যাঙের সন্ধান

 

নিউইয়র্ক: এযাবতকালের ক্ষুদ্রতম ব্যাঙের সন্ধান পেয়েছেন বিজ্ঞানীরা। মাত্র ৭ মিলি মিটার দৈর্ঘ্যের এই ব্যাঙটি পাওয়া গেছে পাপুয়া নিউগিনির জঙ্গলে।

পেডোফাইন অ্যামুয়েনসিস প্রজাতির এই ব্যাঙটিকে ভার্টিব্রাটা পর্বের ক্ষুদ্রতম প্রাণী বলে ধারণা করা হচ্ছে। ভার্টিব্রাটা পর্বের মধ্যে স্তন্যপায়ী, মাছ, পাখি এবং উভচর প্রাণীরা রয়েছে।

যুক্তরাষ্ট্রভিত্তিক একটি গবেষক দল এর থেকে একটু লম্বা পেডোফাইন সুইফটোরাম প্রজাতির আরেকটি ব্যাঙের সন্ধান পেয়েছেন বলে জানা গেছে।

পিএলওএস বিজ্ঞান সাময়িকীতে এই নতুন প্রজাতির সন্ধানের বিস্তারিত জানিয়েছে বিজ্ঞানীরা। এই ব্যাঙগুলো জঙ্গলের মাটিতে পাতার স্তুপের নিচে লুকিয়ে থাকে। রাতের বেলা এরা পোকার মতো আওয়াজ করে। এরা এতোই ক্ষুদ্র যে এদের খুঁজে বের করা খুব কঠিন।

পাপুয়া নিউগিনির জঙ্গল রাতে নানা ধরনের পোকার আওয়াজে মুখর হয়ে উঠে। এর মধ্যে ব্যাঙের আওয়াজ রেকর্ড করার চেষ্টা করেন বিজ্ঞানীরা। তার পর সেই আওয়াজ ধরে খোঁজা শুরু হয়।

গবেষক দলের প্রধান যুক্তরাষ্ট্রের ব্যাটন রোজে লুইজিয়ানা স্টেট ইউনির্ভাসিটির গবেষক ক্রিস অস্টিন জানান, গভীর রাতে আওয়াজগুলো বোঝার চেষ্টা করেন তারা। এক সময় বুঝতে পারেন পাতার স্তুপের নিচ থেকে আলাদা ধরনে আওয়াজ আসছে। এভাবেই তারা খুঁজে পান ক্ষুদ্রতম ভার্টিব্রাটা।

ব্যাঙটি ধরার সময় পাতার পুরো স্তুপ ধরে প্লাস্টিকের ব্যাগে রাখতে হয়েছিল। পরে সেখান থেকে খুঁজে বের করতে হয়েছে তাকে। এতোই ছোট্ট প্রাণী এটি- বলেন ক্রিস অস্টিন।

দিল্লির আদালতে গুগল ও ফেসবুক!

দিল্লির আদালতে গুগল ও ফেসবুক!

এবার দিল্লির উচ্চ আদালতের সম্মুখীন হলো গুগল এবং ফেসবুক।

বিতর্কিত এবং অশ্লীল ছবির প্রচারক হিসেবে এ দু শীর্ষ ইন্টারনেট প্রতিষ্ঠান আবারও এক দফা বিচারকের রোষানলে পড়লেন। সংবাদমাধ্যম সূত্র এ তথ্য জানিয়েছে।

দিল্লির উচ্চ আদালতের বিচারক সুরেশ কায়েত ভারতে ধর্মভিত্তিক বিতর্কিত কোনো ছবি প্রচারের জন্য আদালতে হাজির হতে বলে।

কিন্তু গুগল এবং ফেসবুকের নিযুক্ত আইনজীবির যুক্তি উপস্থাপনে মোটেও সস্তুষ্ট হতে পারেননি। এতে ভারতে গুগল এবং ফেসবুক তাদের সেবা সম্প্রচার নিয়ে ভালোই বিপাকে পড়েছে।

দিল্লির উচ্চ আদালতের বিচারক সুরেশ গুগল এবং ফেসবুকের কার্যক্রম প্রসঙ্গে বলেন, নিজের ঘরের বেআইনি এবং সামাজিক উস্কানিমূলক পণ্য এবং সেবা প্রচারের জন্য ঘরের মালিকই দায়ী থাকেন। এক্ষেত্রে গুগল এবং ফেসবুকে সম্প্রচারিত অশ্লীল কোনো কিছুর জন্যই দায় এড়িয়ে যাওয়া সুযোগ একেবারেই নেই।

এ জন্য অভিযুক্ত গুগল এবং ফেসবুককেও আইনের জবাবাদিহিতা নিশ্চিত করতে হবে। তা না হলে এ কার্যক্রম বেআইনি হিসেবে বিবেচিত হবে। তাই আগামী ১৬ জানুয়ারি এ বিষয়ে সুনির্দিষ্ট যুক্তি উপস্থাপনে জন্য শুনানির দিন ধার্য করা হয়।

চার্জ ছাড়াই ১৫ বছর চলবে মোবাইল

যুক্তরাষ্ট্রের একটি প্রযুক্তিপ্রতিষ্ঠান এবারের সিইএস মেলায় ‘স্পেয়ারওয়ান’ নামে মোবাইল ফোন নিয়ে হাজির হয়েছে যার ব্যাটারি বিনাচার্জেই ১৫ বছর পর্যন্ত চলবে। এক্সপিএএল পাওয়ার নামের প্রতিষ্ঠানটি তাদের তৈরি মোবাইল ফোন বিষয়ে দাবি করেছে, যা কিছুই ঘটুক এ ফোনের ব্যাটারি লাইফ ১৫ বছর। খবর ইন্দো-এশিয়ান নিউজ সার্ভিস-এর।

নির্মাতা প্রতিষ্ঠানের ভাষ্য ‘স্পেয়ারওয়ান’ মোবাইল ফোন তৈরি করা হয়েছে জরুরী অবস্থার কথা মাথায় রেখে। এ মোবাইলে চার্জ দেয়া হলে বা চার্জবিহীন ফেলে রাখলেও ব্যাটারি ১৫ বছরের আগে নষ্ট হবার আশংকা কম। এ মোবাইল ফোনে একটি এএ ব্যাটারি ব্যবহার করা হয়েছে। এ ছাড়াও এ ফোনটিতে স্মার্টফোনের মতো অনেক বেশি ফিচার নেই। কেবল মোবাইল ডায়াল করার জন্য গুরুত্বপূর্ণ নম্বরগুলো রাখা আছে। কেবল গুরুত্বপূর্ণ ফোন করা এবং ফোন রিসিভ করার কাজ করে স্পেয়ারওয়ান। এ ছাড়াও স্বয়ংক্রিয়ভাবে লোকেশন জানাতে পারে এ ফোনটি।